ওয়েলিংটনে খেলা রোমাঞ্চকর টেস্টে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিউয়ি দল তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ব্যবধানে টেস্ট ম্যাচ জিতে সফল হয়েছে। এই ম্যাচে উত্তেজনা ছিল চরমে। শেষ পর্যন্ত কোন দল ম্যাচ জিতবে তা বোঝা যায়নি। কিন্তু পরে নিউজিল্যান্ড এক রানে ম্যাচ জিততে সক্ষম হয়। ফলোঅন-এ পড়েও এই ম্যাচে জিতেছে কিউয়ি দল। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে, বীরেন্দ্র সেহওয়াগ, আর অশ্বিন এবং দীনেশ কার্তিক সহ অনেক ক্রিকেটার তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। সেহওয়াগ বলেছেন, টেস্ট ক্রিকেটই সেরা ক্রিকেট।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর ১ রানের জয়ের পরে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট সেরা ক্রিকেট। বর্তমান সময়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ টেস্ট। আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়।’
আরও পড়ুন… Sachin Tendulkar statue: অবসরের দশ বছর পরে ওয়াংখেড়েতে বসতে চলেছে সচিনের মূর্তি! আপ্লুত তেন্ডুলকর
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দল যেভাবে জিতেছিল তা মনে থাকবে বহুদিন। দলটি মাত্র এক রানে ম্যাচ জিতে ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছে। দলের এই ঐতিহাসিক জয়ে বিরাট প্রতিক্রিয়া জানিয়েছেন অধিনায়ক টিম সাউদি। তিনি বলেন, ফলোঅনের পর এমন জয় পাওয়া খুবই বিশেষ। ওয়েলিংটন টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে মাত্র 1 রানে হারিয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ২৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে খেলার পঞ্চম দিনে ইংল্যান্ড দল ২৫৬ রানে গুটিয়ে যায় এবং এই টেস্ট ম্যাচে তাদের মাত্র এক রানে পরাজয়ের মুখে পড়তে হয়। শেষ উইকেটটি পড়েছিল জেমস অ্যান্ডারসনের ফর্মে এবং তিনি কিছু সময়ের জন্য বিশ্বাস করতে পারেননি যে তিনি আউট হয়েছিলেন এবং ইংল্যান্ড ম্যাচ হেরে গিয়েছে।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ৪৩৫/৮ রানে ইনিংসের ঘোষণা করেছিল। জো রুট অপরাজিত ১৫৩ রান এবং হ্যারি ব্রুক ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। জবাবে নিউজিল্যান্ড দল তাদের প্রথম ইনিংসে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায়। এর পর ইংল্যান্ড তাদের ফলোঅন-এ ফেলে দেয়। দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং টম ব্লান্ডেল ৯০ রান করেন। এভাবেই ইংল্যান্ডের সামনে ২৫৮ রানের টার্গেট রাখে কিউয়ি দল।
আরও পড়ুন… মনে আঘাত লাগত শাস্ত্রীর খোঁটায়- দুঃখ উগরে দিলেন ইশান্ত
ম্যাচের পর ঐতিহাসিক এই জয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। তিনি বলেন, ‘ফলোঅন খেলেও আমরা যেভাবে ফিরে এসেছি তা দুর্দান্ত ছিল। এই জয়টা খুব স্পেশাল। খেলোয়াড়দের দেখানও চরিত্রটি খুবই বিশেষ। আমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছি। এটি একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ ছিল। টেস্ট ক্রিকেটের দিক থেকে এটা খুব ভালো ম্যাচ ছিল। এরকম ম্যাচ হতে হবে।’
টিম সাউদি আরও বলেন, ‘এটা একটা ভালো টেস্ট ছিল। আমরা দিন-রাত্রির টেস্টে বেশি পড়তে পারিনি। প্রথম দুই দিনে ইংল্যান্ডের সব ক্লাস ছিল। দর্শকদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাতে চাই। দ্বিতীয় ইনিংসে ওপেনাররা ভালো খেলেছেন। তারপর কেন এবং ব্লান্ডেল। নিল দীর্ঘ সময় ধরে আমাদের জন্য এটি করে এসেছেন। এবার তিনি আবার সঠিক সময়ে নিজের কাজ করেছেন। সকলের জন্য এটা দারুণ টেস্ট ম্যাচ ছিল। এই ধরনের টেস্ট ম্যাচ টেস্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here
Comments are closed.