হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পেলেন না ডেভিড ওয়ার্নাররা। টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল দিল্লি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও হারের মুখ দেখল রিকি পন্টিংয়ের দল। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামতে হয় দিল্লিকে। ২৩ রানে এই ম্যাচ জিতে নেয় আরসিবি।
আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। ৩৪ বলে ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৫০ রান করেন তিনি। সেই ভাবে দিল্লির বোলাররা কেউ নজর কাড়তে পারেননি। তবে কুলদীপ যাদব একটা সময় পরপর দুটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে এই ম্যাচে যা রান টার্গেট দেয় আরসিবি, তা খুব সহজেই তুলে নিতে পারত দিল্লি। কিন্তু তা হয়নি।
দিল্লির টপ অর্ডার ব্যাটাররা এলেন আর গেলেন। আরসিবির হয়ে খেলতে নামা নতুন বোলার বিজয়কুমার ভাইশাক দিল্লির ব্যাটারদের চমকে দেন। ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামা পৃথ্বী শ (০) রানআউট হয়ে ফিরে যান। এরপর মিচেল মার্শ (০), যশ ধুল (১) এলেন আর গেলেন। মাত্র ২ রানে ৩ উইকেট পড়ে যায়। স্বাভাবিক ভাবেই তখনই দিল্লির হার নিশ্চিত হয়ে যায়। তবুও লড়ে যান ডেভিড ওয়ার্নার। দলকে খানিকটা ভরসা দিতে না দিতেই তিনিও ১৯ রানে ফিরে যান। একটা সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মনে করা হয়েছিল মাত্র ৭০-৮০ রানের মধ্যে শেষ হয়ে যাবে দিল্লির ইনিংস। কিন্তু তা হতে দেননি মনীশ পান্ডে। তাঁর ৩৮ বলে ৫০ রানে ভর করে কিছুটা হলেও সম্মানজনক জায়গায় পৌঁছয়। নইলে অনেক আগেই তারা গুটিয়ে যেত।
লড়ে গেলেও দলকে জেতাতে পারেননি তিনি। পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে দিল্লি। আরসিবির বিরুদ্ধে হারের পর স্বাভাবিক ভাবেই হতাশ অধিনায়ক ওয়ার্নার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই রান খুব একটা বেশি ছিল না। আমরা চাইলেই এটা তুলে ফেলতে পারতাম। কিন্তু শুরুতেই পৃথ্বীর রান আউট হয়ে যাওয়া এবং সেই সঙ্গে বেশ কিছু উইকেট পরপর হারানো। একটা দলকে ম্যাচ জিততে তা কখনওই সাহায্য করে না বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্য়াটে। আমরা ভালো বল করেছি। কিন্তু পাওয়ার প্লেতে আরও ভালো কীভাবে খেলা যায়, সেই দিকে নজর দিতে হবে। পাঁচ দিনের ছুটি নিয়ে আমাদের আরও শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।’
ওয়ার্নার আরও বলেন, ‘সিরাজ, ভাইশাক খুব ভালো বল করেছে। আমাদের শুরুতে উইকেট হারানো ম্যাচ হাতছাড়া করতে বাধ্য করেছে। আমাদের আরও ভালো ভাবে খেলতে হবে। আমাদের ভালো ব্যাটিং এবং বোলিং লাইনআপ রয়েছে। একটি ম্য়াচ জিততে পারলেই সব ঠিক হয়ে যাবে। কঠিন সময়ও আমরা সঙ্গবদ্ধ ভাবে খেলছি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here
Comments are closed.