একই ওভারে নো বলের হ্যাটট্রিক। সবমিলিয়ে দু’ওভারে পাঁচটি নো বল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই চূড়ান্ত নিয়ন্ত্রণহীন বোলিংয়ের জন্য সকলের সামনেই আর্শদীপ সিংকে তুলোধনা করলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেসারের উপর রীতিমতো বিরক্ত দেখায় ভারতীয় দলের অধিনায়ককে। তিনি স্পষ্ট বলেন, ‘আন্তর্জাতিক বা যে কোনও ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে নো বল হল অপরাধ।’
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রীতিমতো বিরক্ত দেখায় হার্দিককে। নো বল নিয়ে সঞ্চালক মুরলী কার্তিকের প্রশ্নের জবাবে ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘নো বল কোনও দান-খয়রাতির জিনিস নয় (অর্থাৎ নো বল করলে তার প্রভাব খেলায় পড়ে)। আমার মতে, সেই বিষয়টা এড়ানো যায় না। তুমি রান দিতে পার। আপনি যেমন বললেন, সম্প্রতি (আন্তর্জাতিক ক্রিকেটে) ও ভালো ছন্দে ছিল। অতীতও ও নো বল করেছিল।’
আরও পড়ুন: Arshdeep Singh’s no ball record: মাত্র ২ ওভারে ৫ নো বল! একই T20I ম্যাচে জোড়া লজ্জার নজির আর্শদীপ সিংয়ের
রীতিমতো বিরক্তির সুরে হার্দিক বলতে থাকেন, ‘এটায় (আর্শদীপকে) দোষারোপ করছি না। কিন্তু এটা (নো বল না করা) ক্রিকেটের প্রাথমিক বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট বা যে কোনও ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে নো বল হল অপরাধ। ওর উপর বেশি কঠোর হচ্ছি না। কিন্তু ওকে নিজের ড্রয়িংবোর্ডে ফিরে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই পর্যায়ে এরকম ভুল যেন না করে।’
আর্শদীপের নো বল বৃত্তান্ত
বৃহস্পতিবারের সন্ধ্যা-রাতটা আর্শদীপের কাছে একেবারে অভিশপ্ত ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওভারে বল করতে আসেন। প্রথম পাঁচটি বল বৈধ করেন। কিন্তু ওভারের শেষ বলটা করতে গিয়ে তিনবার নো বল করে বসেন। প্রথম নো বল করেন। তাতে শ্রীলঙ্কা ফ্রি-হিট পায়। সেই ফ্রি-হিট বলটাও বৈধভাবে করতে পারেননি। ফের নো বল হয়। পরের ফ্রি-হিট বলটাও নো হয়। শেষপর্যন্ত টানা তিনটি নো বলের একটি বৈধ বল করেন আর্শদীপ। যে কারণে লজ্জার মুখে পড়তে হয়। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর তিনটি নো বল করার লজ্জার নজির গড়েন আর্শদীপ।
আরও পড়ুন: IND vs SL: ১৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা, কাজে এল না সূর্য-অক্ষরের লড়াই
সেখানেই শেষ হয়নি আর্শদীপের নো বলের কাহিনি। নিজের দ্বিতীয় ওভার তথা ভারতীয় দলের বোলিংয়ের ১৯ তম ওভারে আরও দুটি নো বল করেন। সবমিলিয়ে দু’ওভারে পাঁচটি নো বল করেন আর্শদীপ। খরচ করেন ৩৭ রান। সেইসঙ্গে গড়ে ফেলেন আরও একটি লজ্জার নজির। ভারতীয় বোলারদের মধ্যে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক নো বল করেন আর্শদীপ।
For all the latest Sports News Click Here
Comments are closed.