আগামী ডিসেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দু’দেশের ক্রিকেট বোর্ডের তরফে। এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল, কবে কোথায় খেলা হবে ম্যাচগুলি।
পাঁচটি ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ২টি স্টেডিয়ামে। প্রথম ২টি ম্যাচ আয়োজিত হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। শেষ ৩টি ম্যাচ আয়োজন করবে সিসিআই। সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ খেলা হবে ১১ ডিসেম্বর। শেষ ৩টি ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ১৪, ১৭ ও ২০ ডিসেম্বর তারিখে। সুতরাং, ১২ দিনে খেলা হবে ৫টি ম্যাচ।
অস্ট্রেলিয়া দল ভারত সফরে উড়ে আসবে বিগ ব্যাশ লিগের পরেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররাও ঘরোয়া টুর্নামেন্টের পরে হাই-ভোল্টেজ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবেন। সেদিক থেকে উভয় দলই পুরোপুরি প্রস্তুত হয়ে লড়াইয়ের ময়দানে নামবে। সেকারণেই ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যাবে নিশ্চিত।
আরও পড়ুন:- BCCI sacks selection committee: নজিরবিহীন সিদ্ধান্ত, চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলল BCCI
২০২৩ সালের শুরুর দিকেই দক্ষিণ আফ্রিকায় বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপের আসর। সুতরাং, দু’দলের বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি শুরু হবে এই সিরিজ থেকেই। নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করার এটাই সেরা মঞ্চ হিসেবে বিবেচিত হতে পারে হরমনপ্রীতদের কাছে।
আরও পড়ুন:- রাহানে-মাভিদের ছেড়ে দিয়ে KKR কি ভুল করেছে? বিজয় হাজারে ট্রফির পারফর্ম্যান্স দেখলেই বুঝতে পারবেন
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি:-
৯ ডিসেম্বর (শুক্রবার): প্রথম টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১১ ডিসেম্বর (রবিবার): দ্বিতীয় টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১৪ ডিসেম্বর (বুধবার): তৃতীয় টি-২০ (সিসিআই)
১৭ ডিসেম্বর (শনিবার): চতুর্থ টি-২০ (সিসিআই)
২০ ডিসেম্বর (মঙ্গলবার): পঞ্চম টি-২০ (সিসিআই)
For all the latest Sports News Click Here
Comments are closed.