করোনা পরিস্থিতিতে দেশে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে যেভাবে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রকল্প চালানো হয়েছে, তারও সাধুবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
গুজরাতের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ভিডিও মেসেজে জানান, ‘করোনা মহামারী নিয়ন্ত্রণে আনা ও দেশ জুড়ে ভ্যাকসিনেশনের কাজ চালানো খুবই প্রশংসাযোগ্য পদক্ষেপ। করোনা পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া দরকার।’ একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, ‘যদি আধুনিক ওষুধের সঙ্গে সাবেকি ওষুধ ব্যবহার হয়, তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতিসাধন সম্ভব।’
একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, ‘গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সারা বিশ্বে গবেষণা ক্ষেত্রে উৎকর্ষকেন্দ্র হয়ে উঠবে। যেভাবে এই কেন্দ্র গবেষণার ক্ষেত্রে মনোনিবেশ করে নানা ধরনের আবিষ্কার করছে, তা খুবই প্রশংসার যোগ্য।’ পাশাপাশি করোনা পরিস্থিতিতে যেভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে ওষুধের বিনিময় হয়েছে, তার মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
For all the latest Sports News Click Here
Comments are closed.