দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্স হর্ষিত রানা, দুর্দান্ত ১৯১ রান আয়ুষ বাদোনির – বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে একাধিক খেলোয়াড় নিজেদের জাত চেনালেন। ভালো খেললেন তনুশ কোটিয়ানও। কোন তারকা কেমন খেললেন, তা দেখে নিন একনজরে –
১) অর্জুন তেন্ডুলকর: ছত্তিশগড়ের বিরুদ্ধে ৬৫ বলে ৩২ রান করেন গোয়ার খেলোয়াড়। স্ট্রাইক রেট ৪৯.২৩। দুটি চার মারেন সচিনের পুত্র।
২) স্নেহাল কৌথানকর: ছত্তিশগড়ের ৫৩১ রানের জবাবে বড় সেঞ্চুরির দরকার ছিল গোয়ার। ঠিক সেই কাজটাই করেন স্নেহাল। ১৯৩ বলে অপরাজিত ১৪৭ রান করেন। ১৭ টি চার এবং একটি ছক্কা মারেন।
৩) হর্ষিত রানা: হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন দিল্লির পেসার। নয় ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আছেন। শুধু তাই নয়, তার আগে ব্যাট হাতে ৯০ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আটটি চার এবং একটি ছক্কা মারেন।
৪) আয়ুষ বাদোনি: অল্পের জন্য দ্বিশতরান ফস্কালেন। ২৩০ বলে ১৯১ রান করেন গৌতম গম্ভীরের ‘ছাত্র’। ২৪ টি চার এবং ছ’টি ছক্কায় তাঁর ইনিংস সাজানো ছিল। স্ট্রাইক রেট ৮৩-র উপর ছিল।
৫) রবীন্দ্র জাদেজা: তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ফ্লপ হন সৌরাষ্ট্রের অধিনায়ক। ২৩ বলে ১৫ রান করেন। তবে বল হাতে সেই খামতি পুষিয়ে দেন। ১৭.১ ওভারে ৫৩ রানে সাত উইকেট নেন।
আরও পড়ুন: ফিরেই এক ইনিংসে সাত উইকেট! ২৯তম বার প্রথম-শ্রেণিতে ৫ বা তার বেশি উইকেট জাদেজার
৬) এন জগদীশন: সৌরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে কোনও রান করতে পারেননি তামিলনাড়ুর ওপেনার। দুই বল খেলেই আউট হয়ে যান। যিনি এবার আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সে এসেছেন।
৭) শাহরুখ খান: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফ্লপ হয়েছেন তামিলনাড়ুর আরও এক তারকা। সাত বলে দু’রান করেন শাহরুখ।
৮) দীপক চাহার: রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের দ্বিতীয় ইনিংসে কোনও উইইকেট পাননি রাজস্থানের পেসার। ১২ ওভার বল করেন। ৩০ রান দেন।
৯) অনুকূল রায়: কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ পান করেন ঝাড়খণ্ডের খেলোয়াড়। যা ঝাড়খণ্ডের ইনিংসে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান। কর্ণাটকের দ্বিতীয় ইনিংসে বল হাতে কোনও উইকেট পাননি।
১০) দেবদূত পাডিক্কাল: দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি কর্ণাটকের ওপেনার। দ্বিতীয় বলেই আউট হয়ে যান। তবে কর্ণাটক নয় উইকেটে জিতে গিয়েছে।
১১) প্রসাদ পাওয়ার: মহারাষ্ট্রের বিরুদ্ধে কার্যত একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন মুম্বইয়ের উইকেটকিপার। ২৬২ বলে ১৪৫ রান করেছেন।
আরও পড়ুন: Ranji Trophy: অল-রাউন্ড পারফরম্যান্স KKR বোলারের, ১৯১ রান বাদোনির – রঞ্জিতে কে কেমন খেললেন?
১২) তনুশ কোটিয়ান: মুম্বইকে প্রায় কোয়ার্টার-ফাইনালে তুলে দিচ্ছিলেন। ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১৬৯ বলে ৯৩ রান করেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here
Comments are closed.